FBA & FBM

FBA  এর পূর্ণরূপ Fulfillment by Amazon 

FBA ( Fulfillment by Amazon ) এই সেবার মাধ্যমে অ্যামাজনে যে সকল মার্চেন্ডাইজার বা সেলার তাদের প্রোডাক্ট আপলোড করেন বিক্রির উদ্দেশ্যে তাদের সেই পণ্যগুলো কাস্টমার বা ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে অ্যামাজন। 

অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট মার্কেটাররা ঐ পণ্যগুলো বা সেবাগুলো নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে প্রচার প্রচারণা করেন। যখন কোন অর্ডার আসে তখন অ্যামাজন সেই পণ্য প্যাকেজিং করা, পরিবহন করা এবং কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশে অ্যামাজনের ওয়্যারহাউজ য়েছে যেখানে ক্রেতাদের বিভিন্ন পণ্য গুলো সংরক্ষন করে রাখা হয়I


FBM  এর পূর্ণরূপ Fulfillment by Merchant 

FBM  ( Fulfillment by Merchant )  বিক্রির একটি পদ্ধতিকে বোঝায় যেখানে একজন বিক্রেতা Amazon-এ পণ্য তালিকাভুক্ত করে। অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট মার্কেটাররা ঐ পণ্যগুলো বা সেবাগুলো নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে প্রচার প্রচারণা করেন। যখন কোন অর্ডার আসে তখন ক্রেতার কাছে ঐ পণ্য বা সেবাটি পৌঁছে দেয়ার জন্য  মার্চেন্ট বা সেলার বা বিক্রেতা তৃতীয় পক্ষের মাধ্যমে স্টোরেজ, শিপিং এবং গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌছে দেন।




























Comments