অ্যাফিলিয়েট

এককথায় অ্যাফিলিয়েট হলো সংযুক্ত করা বা সংযুক্ত হওয়া।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার কোনো একটি বৃহৎ প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক উদ্দেশ্য বা অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংযুক্ত হওয়া।

উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তি বা ক্ষুদ্র প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে আয় বা উপার্জন করার উদ্দেশ্যে অ্যামাজনে যুক্ত হলো, অ্যামাজন একটি বৃহৎ প্রতিষ্ঠান,  এই বৃহৎ প্রতিষ্ঠানে যুক্ত হওয়া বা সংযুক্ত হওয়া  হলো অ্যাফিলিয়েট।

অ্যাফিলিয়েট মার্কেটিং একটি অনলাইন পারফরম্যান্স-ভিত্তিক বিপণন ব্যবস্থা। 

এই বিপণন ব্যবস্থায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে যে অ্যাফিলিয়েট প্লাটফর্মে যুক্ত হয় সেই অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে প্রচার-প্রচারণা করেন তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্ট, ব্লগ সাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট ইত্যাদিতে এবং এই প্রচার-প্রচারণার ফলে সেই অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মের জন্য উৎপন্ন লিড এবং পণ্য ও সেবার বিক্রয়ের জন্য  সেই অ্যাফিলিয়েট মার্কেটার পূর্ব নির্ধারিতহারে ইনকাম পেয়ে থাকেন। 

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনলাইন ভিত্তিক এই ব্যবস্থা প্রথম প্রচলন করে অ্যামাজন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাসোসিয়েট প্রোগ্রাম বর্তমানে বেশ জনপ্রিয়। 






Comments